মায়ের ভালোবাসার ঋণ অপূরণীয়

মায়ের ভালোবাসার ঋণ অপূরণীয়

একদিন ছেলেটি তার মা’র কাছে গিয়ে একটা বিল জমা দিল…

মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন…

ছেলে লিখেছেঃ

১. গাছে পানি দেয়াঃ ১০ টাকা

২. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা

৩. ছোট ভাইকে কোলে রাখাঃ ৪০টাকা

৪. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা

৫. পরীক্ষায় ভালো রেজাল্ট করাঃ ৫০টাকা

৬. মশারী টানানোঃ ৫ টাকা

… মোটঃ ১৪০ টাকা!!

মা বিলটা পড়ে মুচকি হাসলেন…

তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ

তাকিয়ে রইলেন…

তার চোখে পানি চলে আসছে…

তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন….

১. তোমাকে ১০মাস পেটে ধারনঃ বিনা পয়সায়

২. তোমাকে দুগ্ধপান করানোঃ বিনা পয়সায়

৩. তোমার জন্য রাতের পর রাত জেগে থাকাঃ বিনা পয়সায়

৪. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়াকরা, সেবা করা,

ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের

পানি ফেলাঃ বিনা পয়সায়

৫. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়

৬. তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়

৭. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃবিনা পয়সায়

৮. তোমার কাথা ধোওয়া, শুকানো, বদলে দেওয়াঃ বিনা পয়সায়

৯. তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়

১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন

বিনা পয়সায় …

অতঃপর সন্তান তার মার হাত থেকে বিল টা নিয়ে নিচে ছোট্ট

করে লিখে দিল=এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।

You May Also Like

About the Author: Anuprerona

Read your favourite literature free forever on our blogging platform.