বাঙ্গালীর হাসির গল্প – জসীম উদ্দীন

বাঙ্গালীর হাসির গল্প - জসীম উদ্দীন

জসীম উদ্দীন রচিত বাঙালীর হাসির গল্পের দুটি খন্ডে ভিন্ন ভিন্ন স্বাদের অনেক গুলো গল্প রয়েছে। প্রতিটি গল্পই হাস্যরসাত্মক। কূটবুদ্ধি, বোকামী, সরলতা, অজ্ঞতা, দুষ্টুমি, গোঁড়ামি সবকিছুর মিশেলে বাঙালীর জীবন-যাপন আর তাদের কান্ডকারখানা নিয়ে গল্পগুলো রচিত। মাছ, আয়না, তেলের শিশি, বেলপাতা, পুতা, নরুন এসব সামান্য আটপৌরে জিনিস নিয়ে তিনি এমন সব গল্প বলেছেন যা না পড়লে বিশ্বাস হবে না। এমন অসাধারণ, চমৎকার হাসির গল্পগুলো বাঙালির নিজস্ব সম্পদ।

বাঙ্গালীর হাসির গল্প || Bangalir Hasir Golpo by Jasim Uddin

সূচিপত্র :

Facebook Comment

You May Also Like