Read free bangla books online

যত দূরে – ওয়ারফেজ

যত দূরে - ওয়ারফেজ

গান: যত দূরে
ভোকাল: বালাম | মিজান | পলাশ
অ্যালবাম: আলো | পথচলা
ব্যান্ড: ওয়ারফেজ

চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল

যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি।

Facebook Comment

You May Also Like

x