যদি মন কাঁদে – হুমায়ূন আহমেদ

যদি মন কাঁদে - হুমায়ূন আহমেদ

যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়…
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়।
চলে এসো, তুমি চলে এসো, এক বরষায়,,,

যদিও তখন আকাশ থাকবে বৈরি,
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলী আলো
তুমি চলে এসো, এক বরষায়…

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
চলে এসো, চলে এসো, এক বরষায়।

You May Also Like