
এক চালক এক গরুরগাড়িতে কিছু মাল বোঝায় করে গ্রাম হতে রেলস্টেশনে যাচ্ছিল। গরুরগাড়ির এই গরুদুটি অতি কষ্টে সেই বোঝা নিয়ে যাচ্ছিল। তারা নিরবে পথ অতিবাহিত করছিল। কিন্তু গরুরগাড়ির চাকাগুলো ভীষন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল।
চালক অনেকক্ষন ধরে সে কর্কশ ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনতেছিল। শব্দ যাতে না হয় তাই সে চাকা গুলোতে তেল দিল। কিন্তু তাতেও চাকাগুলোর ভীষন চীৎকার বন্ধ হলো না। তখন চালক অতিশয় বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে চাকাগুলোকে বলল, “ওই দুর্বৃত্তগণ!!
যারা এত বড় বড় বোঝার ভাড় টেনে নিয়ে যাচ্ছে,তারা তাদের কোনো কষ্ট না জানিয়ে নীরবে পথ অতিবাহিত করছে তোরা কেন এত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে কান ঝালাপালা করছিস।”
উপদেশ:
যারা যত চিৎকার করে তারা অতি অল্প আঘাত পেয়েছে বুঝতে হবে।
Facebook Comment