Saturday, April 20, 2024
Homeঅনুপ্রেরণাশিক্ষামূলক গল্পচালাক ও কৃপণ - শিক্ষামূলক গল্প

চালাক ও কৃপণ – শিক্ষামূলক গল্প

calak kripon

একবার একজন বস্ত্রহীন অভাবী কিন্তু চালাক লোক এক ধনাঢ্য কিন্তু কৃপণ সওদাগরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো মহাত্মন, শুনেছি আপনি খুব দয়াবান ও সহৃদয়। এও শুনেছি যে আপনি দান-খয়রাতে দরাজদিল ও মুক্তহস্ত।

কৃপণ সওদাগর এবং বিধ অযাচিত প্রশংসায় যারপরনাই খুশি হয়ে বিগলিত চিত্তে বললেন : হেঁ হে, লোকে তাই বলে বুঝি!

দরিদ্র লোকটি বলল : বলে মানে! চারদিকে সেকথাই তো রাষ্ট্র হয়েছে দেখছি।

ধনবান : বড়ই চিত্তসুখকর সংবাদ দিলে হে মনুষ্য। বল, তোমার জন্য আমি কি করতে পারি?

অভাবগ্রস্ত মানুষ : আমি যদি এখনই আপনার গৃহসম্মুখে দেহরক্ষা করি তাহলে কি করবেন?

ধনবান বললেন : তোমার মৃতদেহের সদগতি করাই আমার কাজ হবে। তবে তার আগে নতুন বস্ত্রে তোমার দেহ আচ্ছাদান করবো।

দুঃখী বস্ত্রহীন মানুষটির মুখে হাসি ফুটে উঠলো।

সে বললঃ এই তো মহাপুরুষের মতন কথা। আল্লাহ আপনাকে কল্যান দান করুক। তো, দেহ অবসানের পরে যখন আমার দেহ লাশ-বস্ত্রে আচ্ছাদন করবেনই, তখন আমার এই প্রায় দিগম্বর দেহকে এখনই নতুন বস্ত্রে আচ্ছাদন করে আমার চক্ষুকে লজ্জামুক্ত করুন। মৃত্যুর পর চোখ বুজে যাবে, তাই নগ্নাবস্থায় লাশ দাফন করলেও চক্ষুলজ্জায় কুঞ্চিত হবো না।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments