
বাংলা ভাষায় যাঁদের হাতে শিশুসাহিত্যের সূচনা ঘটেছিল, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁদের অন্যতম। তাঁকে শিশুসাহিত্যের পথিকৃত্ বললেও খুব বেশি বলা হয় না। তিনি একাধারে ছিলেন সংগীতশিল্পী, চিত্রশিল্পী, লেখক, সম্পাদক। সেই সময়ের ছোটদের বিখ্যাত পত্রিকা সন্দেশ সম্পাদনা করতেন তিনি। টুনটুনির গল্প প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১০ সালে। মাঝখানে কেটে যায় ১০০ বছরের বেশি সময়। কিন্তু সত্যি বলতে কি, এই বইয়ের গল্পগুলোর আবেদন এখনো ফুরিয়ে যায়নি। কারণ, একালের লেখকদের মতো আধুনিক ও নির্মেদ ভাষায় তিনি বর্ণনা করেছেন গল্পগুলো। বইটিতে মোট ২৭টি গল্প স্থান পেয়েছে।
এসব গল্পের কয়েকটি হচ্ছে ‘টুনটুনি ও নাপিতের কথা’, ‘টুনটুনি ও বিড়ালের কথা’, ‘টুনটুনি ও রাজার কথা’, ‘শিয়াল পণ্ডিত’, ‘পান্তাবুড়ির কথা’, ‘বোকা জোলা আর শিয়ালের কথা’ উল্লেখযোগ্য। প্রতিটি গল্পই তোমাদের ভালো লাগবে—এ কথা নিঃসন্দেহে বলা যায়।
টুনটুনির বই || Tuntunir Boi by Upendrakishore Ray Chowdhury
সূচিপত্র :
- আখের ফল
- উকুনে বুড়ির কথা
- কুঁজো বুড়ির কথা
- কুঁজো বুড়ির গল্প
- চড়াই আর কাকের কথা
- চড়াই আর বাঘের কথা
- টুনটুনি আর নাপিতের কথা
- টুনটুনি আর বিড়ালের কথা
- টুনটুনি আর রাজার কথা
- দুষ্ট বাঘ
- নরহরি দাস
- পান্তাবুড়ির কথা
- পিঁপড়ে আর পিঁপড়ীর কথা
- পিঁপড়ে আর হাতি আর বামুনের চাকর
- বাঘ মামা আর শিয়াল ভাগ্নে
- বাঘ-বর
- বাঘখেকো শিয়ালের ছানা
- বাঘের উপর টাগ
- বাঘের পালকি চড়া
- বাঘের রাঁধুনি
- বুদ্ধুর বাপ
- বোকা কুমিরের কথা
- বোকা জোলা আর শিয়ালের কথা
- বোকা বাঘ
- মজন্তালী সরকার
- শিয়াল পণ্ডিত
- সাক্ষী শিয়াল
- হাতির ভিতরে শিয়াল