Wednesday, April 24, 2024
Homeরম্য গল্পমজার গল্প: তৈমুর লঙ ও অন্ধ গায়ক

মজার গল্প: তৈমুর লঙ ও অন্ধ গায়ক

'তৈমুর লঙ ও অন্ধ গায়ক' মজার গল্প

এটি বাদশা তৈমুর লঙ এর কেচ্ছা। তৈমুর লঙ মধ্য এশিয়ার এক দাপুটে বাদশা ছিলেন। তিনি বার বার ভারতবর্ষে হানা দেন। যুদ্ধের ময়দানে তিনি মানুষ খুন করতে যেমন দ্বিধা করতেন না তেমনি আবার সঙ্গীতপিপাসুও ছিলেন। ভারতবর্ষে হানা দেবার আগে তিনি শুনেছিলেন যে ভারতে বহু উত্তমোত্তম গায়ক আছে।

একবার ভারতে এসে তাই তিনি গান শোনার বাসনায় সেখানকার কিছু গায়ককে ডেকে পাঠান। এই গায়কদের মধ্যে একজন অন্ধ গায়কও ছিলেন। তিনিই তৈমুরকে প্রথম গান শোনান। অন্ধ গায়কের মধুর কণ্ঠের গান শুনে তৈমুর মোহিত হয়ে গায়কের নাম জিজ্ঞাসা করেন।

গায়ক বলেন, আমার নাম দৌলত অর্থাৎ ধন।

বাদশা পুনর্বার জিজ্ঞাসা করেন : দৌলত কি কখনও অন্ধ হয়?

গায়ক উত্তরে বললেন : দৌলত (ধন) যদি অন্ধ নাচার না হতো, তবে লঙ এর গৃহে কখনোই আসত না।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments