গল্প সমগ্র – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ – ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন।
বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
সূচিপত্র :
- অন্নপ্রাশন
- অভিনন্দনসভা
- অভিশপ্ত
- অভিশাপ
- অশরীরী
- অরন্ধনের নিমন্ত্রণ
- আইনস্টাইন ও ইন্দুবালা
- আম আঁটির ভেঁপু
- আচার্য কৃপালিনী কলোনি
- আরক
- উইলের খেয়াল
- উপেক্ষিতা
- কনে দেখা
- কবিরাজের বিপদ
- কিন্নরদল
- কুয়াশার রঙ
- ক্যানভাসার কৃষ্ণলাল
- কাশী কবিরাজের গল্প
- খোলা দরজার ইতিহাস
- খুঁটি-দেবতা
- খুকীর কাণ্ড
- খেলা
- গায়ে হলুদ
- জনসভা
- জলসত্র
- জাল
- ঝগড়া
- তারানাথ তান্ত্রিকের গল্প
- তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প
- তালনবমী
- তিরোলের বালা
- দাদু
- দুর্মতি
- দ্রবময়ীর কাশীবাস
- নব-বৃন্দাবন
- নুটি মন্তর
- নসুমামা ও আমি
- নিষ্ফলা
- নীলগঞ্জের ফালমন সাহেব
- পুঁই মাচা
- পেয়ালা
- পৈতৃক ভিটা
- প্রত্নতত্ব
- পথিকের বন্ধু
- ফকির
- গঙ্গাধরের বিপদ
- টান
- বংশলতিকার সন্ধানে
- বউ-চণ্ডীর মাঠ
- বাটি-চচ্চড়ি
- বারিক অপেরা পার্টি
- বাঘের মন্তর
- বিধুমাস্টার
- বিপদ
- বিরজা হোম ও তার বাধা
- বুধীর বাড়ি ফেরা
- বুধোর মায়ের মৃত্যু
- বুড়ো হাজরা কথা কয়
- বোমাইবুরুর জঙ্গলে
- ভণ্ডুলমামার বাড়ি
- ভৌতিক পালঙ্ক
- ভূত
- ছায়াছবি
- মণি ডাক্তার
- মশলা-ভূত
- মায়া
- মুক্তি
- মূলো—র্যাডিশ—হর্স র্যাডিশ
- মেঘ-মল্লার
- মৌরীফুল
- মেডেল
- যদু হাজরা ও শিখিধ্বজ
- যাচাই
- যাত্রাবদল
- রহস্য
- রঙ্কিণী দেবীর খড়্গ
- রামতারণ চাটুজ্যে, অথর
- রাসু হাড়ি
- রূপো বাঙাল
- ছেলেধরা
- শেষ লেখা
- সংসার
- সই
- সোনাকরা যাদুকর
- সিঁদুরচরণ
- সুহাসিনী মাসিমা
- স্বপ্ন-বাসুদেব
- হাসি
- হাজারি খুঁড়ির টাকা
- হিঙের কচুরি