স্মরণজিৎ চক্রবর্তী

টোপ - স্মরণজিৎ চক্রবর্তী

স্মরণজিৎ চক্রবর্তী | Smaranjit Chakraborty Biography

স্মরণজিৎ চক্রবর্তী জন্ম ১৯ জুন,১৯৭৬ কলকাতায়। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। তিনি পৈতৃক ব্যাবসার সঙ্গে যুক্ত আছেন। স্মরণজিৎ চক্রবর্তী নঙ্গী হাইস্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন। কিন্তু কিছুদিন পর পড়া ছেড়ে দেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন। স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক।

তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তাঁর লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় ‘উনিশ কুড়ি’ পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস ‘পাতাঝরার মরশুমে’। তাঁর সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তাঁর শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল।

You May Also Like

About the Author: Anuprerona

Read your favourite literature free forever on our blogging platform.