শিবরাম রচনা সমগ্র – শিবরাম চক্রবর্তী

শিবরাম রচনা সমগ্র - শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তীর ‘শিবরাম রচনা সমগ্র’। একে রম্য রচনা সমগ্রও বলা যায়। এতে যেমন আছে কাকা ভাতিজার অদ্ভুত কর্মকীর্তি সেই সাথে আছে হর্ষবর্ধন-গোবর্ধনের বোকামির চূড়ান্ত নিদর্শন। রস, কৌতুক আর স্যাটায়ারে পরিপূর্ণ এই গল্পসমগ্রের প্রতিটি গল্পই হাস্যরসে টইটম্বুর। সেন্স অফ হিউমার কত প্রকার ও কি কি সেটা বোঝার জন্য এই বইটা পড়া বাধ্যতামূলক। একটা সামান্য বাক্যকে শব্দের সৃজনশীলতার সাহায্যে সুন্দর করে তুলতে লেখক পারদর্শী ছিলেন। লেখকের আর এক দুর্লভ ক্ষমতা ছিল, মানুষকে হাসানোর ক্ষমতা। এই দুই ক্ষমতার প্রয়োগ আপনি পুরোবই জুড়েই দেখতে পাবেন। ভদ্রতার মেকি হাসি হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়লে এই ধরনের বইগুলো ওষুধ হিসেব কাজ করে,চেপে রাখা ক্লান্তি, হতাশা নিমেষেই দূর হয়ে যায়।

শিবরাম রচনা সমগ্র || Shibram Rachana Samagra by Shibram Chakraborty

সূচিপত্র :

Facebook Comment

You May Also Like