অদ্ভুতুড়ে সিরিজ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অদ্ভুতুড়ে সিরিজ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায় | অদ্ভুতুড়ে সিরিজ || Advuture Series by Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজের এই কিশোর কাহিনী বইগুলি এককথায় দুর্দান্ত। তাঁর রচিত এই সিরিজটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তাঁর লেখায় এমন অনেক উপাদান রয়েছে যা কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পছন্দ করবে। কিশোর পাঠকদের জন্য এই বইগুলি অন্যতম সেরা বই। শিশু কিশোরদের জন্য এই লেখাগুলোর অন্যতম বৈশিষ্ট্যই হল সহজ সরল সরস ভাষায় বর্ণনা। প্রচুর হাস্যরস ও রহস্য মেশানো এই বইগুলোর গল্পের সঙ্গে সাসপেন্সও রয়েছে।

এই সিরিজের প্রত্যেকটা বই-ই সম্ভবত “মনোজদের অদ্ভুত বাড়ি” বইটার মতো শুধুমাত্র হাসির গল্পে ভরপুর হবে। কিন্তু না, কিছু বইয়ের গল্পে রয়েছে মারাত্মক থ্রিল!! রহস্য!! যেমন ‘বক্সার রতন’ বইটা অসাধারণ থ্রিলার। আবার কিছু বই কল্পবিজ্ঞানের গল্পে ভরপুর যেমন ‘ভূতুড়ে ঘড়ি’।

এটা বলার অবকাশ রাখে না যে কিশোর গল্প বা উপন্যাস রচনায় শীর্ষেন্দুবাবুর বেশ পারদর্শিতা রয়েছে। অদ্ভুতুড়ে সিরিজের বইগুলো সত্যিকারের সরল আনন্দের আধার। কিশোরদের জন্যে গল্পগুলি লিখা হলেও কিশোর থেকে বুড়ো সকলেই এর রস আস্বাদন করতে পারে।

সূচিপত্র :

Facebook Comment

You May Also Like