নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প | Narayan Gangopadhyay Books

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প |  Narayan gangopadhyay Books

নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন খ্যাতিমান কথাসাহিত্যিক, সমালোচক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তিনি উপন্যাস রচনা করে অনেক খ্যাতি অর্জন করেন। ছোটগল্প রচনার ক্ষেত্রেও বেশ পারদর্শিতা পরিচয় দিয়েছেন। এছাড়া কিশোরদের জন্য রচিত জনপ্রিয় কৌতুকচরিত্র টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি। চলচ্চিত্রের জন্য অনেক চিত্রনাট্যও লিখেছেন তিনি।

কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। ১৯১৮ সালের ০৪ ফেব্রুয়ারি দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন। পিতৃভূমি বরিশালের বাসুদেবপুরের নলচিরায়। ছেলেবেলায় তাঁর ডাক নাম ‘নাড়’। সুনন্দ’ তাঁর ছদ্মনাম।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প || Narayan Gangopadhyay Er Shrestha Golpo

সূচিপত্র :

Facebook Comment

You May Also Like