
এক বেলুন বিক্রেতা বিভিন্ন মেলায় বিভিন্ন রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হলুদ, বেগুনি, সাদা লাল রঙের বেলুন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে ক্রেতা খুঁজে বেড়াত।
কখনও বিক্রি ভাল হত আবার কখনও বিক্রি কমে যেত।
তখন একটি বেলুন হিলিয়াম ভর্তি করে আকাশে ছেড়ে দিত। বাচ্চারা আকাশে উড়ন্ত বেলুন দেখে সেই বিক্রেতার কাছে ছুটে আসত বেলুন কেনার জন্য। এভাবে ভালই দিন কাটছিল তার।
এমনি একদিন বিক্রি কমে যাওয়াতে একটি লাল বেলুন হিলিয়াম ভর্তি করে আকাশে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর পেছন থেকে কেউ একজন তার পাঞ্জাবী ধরে টানতে লাগল।
তিনি ঘুরে দেখলেন একটি বালক। বালকটি তাকে জিজ্ঞেস করল আপনি যদি এই কালো বেলুনটি ছেড়ে দেন তাহলে কি সেটি উড়বে। বিক্রেতা তখন জবাব দিল, “বেলুন রঙের কারণে উড়ে না, বেলুন উড়ে তার ভেতরের বাতাসের কারণে।”
জীবনের ক্ষেত্রেও কথাটি পুরোপুরি মিলে যায়। আমাদের ভেতরের মনোভাব আমাদের জীবনে উন্নতির পথে নিয়ে যায়। মানুষ ব্যক্তি জীবনে তার কর্ম ও মেধার গুনেই উন্নতির শিখরে পৌঁছে। তার বাহ্যিক সৌন্দর্য এ ক্ষেত্রে গৌণ।
জীবন সিঁড়ি বেয়ে উপরে উঠতে আপনাকে অবশ্যই পরিশ্রম আর মেধার স্বাক্ষর রাখতে হবে।