Read Free Bangla Books Online



শিক্ষণীয় গল্প: বাবা আমি তোমাকে ভালোবাসি

car dad

এক লোক তার নতুন গাড়ি পরিষ্কার করছিল, এই সময় তার চার বছরের মেয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে আঁচড়িয়ে কিছু লেখে।

লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে তখন সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করা শুরু করে।

পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানতে পারে যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যাথায় তার বাবাকে জিজ্ঞেস করে, “বাবা, আমার হাত কবে ঠিক হবে?”, তখন লোকটি নির্বাক হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে।

সে তার মেয়েকে কতটা নিষ্ঠুর ভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে। এসময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে স্ক্রু-ড্রাইভার দিয়ে আঁচড় কেটেছিল সেখানে। সেখানে লেখা ছিল, “বাবা, আমি তোমাকে ভালবাসি”।

ক্রোধ এবং ভালবাসার কোন সীমা নেই। মনে রাখবেন, বস্তুগত জিনিষ আছে ব্যবহারের জন্য এবং মানুষ আছে ভালবাসার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের দিনে বস্তুগত জিনিষকে ভালবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয়।

Facebook Comment

You May Also Like