নীতি গল্প: পুরুষ মানুষের জীবন এবং বাস্তবতা

the reward of honesty

গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : “তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি,তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা, তোকে আয়ু দিলাম ৫০ বছর।

গাধা : সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা।

প্লিজ: আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

সৃষ্টিকর্তা :যাহ, তাই দিলাম..!!

কুকুরকে বললেন :
“তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।

কুকুর শুনে সৃষ্টিকর্তাকে বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করুন, এতদিন বাঁচতে চাইনা।

সৃষ্টিকর্তা এইবারও রাজি হয়ে গেলেন..!!

এরপর উনি বানরকে বললেন :
“হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

সে আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বলল :

দিবেনই যখন ১০ বছর দেন,
আমি এত বড় জীবন দিয়ে কি করবো..!!

সৃষ্টিকর্তা এইবার পুরুষকে বলল :
“তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব,সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষন, তোমার আয়ুও হবে ২০ বছর। ” সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর।

সে বিনয়ের শুরে প্রভুকে বলল :
একটা কাজ করা যায়না?

আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন।

সৃষ্টিকর্তা বললেন :
নিজের ভালো পাগলেও বোঝে,
তুই বুঝলি না,যাহ, দিলাম..!!

সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে।
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো। আর তার পরের দশ বছর বানরের মত! কখনো এক সন্তানের বাসা তো, কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব..!

পুনশ্চ:
“রুপক গল্পটি পড়ে হয়তো অনেকের খারাপ লাগতে পারে! কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন, উত্তর পেয়ে যাবেন”।

Facebook Comment

You May Also Like

About the Author: eBooks

Read your favourite literature free forever on our blogging platform.