শিক্ষণীয় গল্প: মরুভূমির বুকে দুই বন্ধুর যাত্রা!

মরুভূমির বুকে দুই বন্ধুর যাত্রা

দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষন যাত্রার পর তাদের দুইজনার মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে।

যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু বালিতে লিখে রাখল “আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে”।

এরপর তারা হাঁটতে থাকল এবং কিছুক্ষন পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করল সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে পরে ডুবতে শুরু করে, তখন অপর বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখল “আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে”।

তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল, “আচ্ছা, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখেছিলে আর এখন পাথরের উপর লিখলে, কেন?”

উত্তরে সে বলল, “যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে।

আর যখন কেউ আমাদের কোন উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোন বাতাসই তা কখনো মুছে দিতে না পারে”।

শিক্ষা:
(১)ঝগড়া-বিবাধ না করা। আর ঝগড়া লেগে গেলেও এক জন থেকে অপর জন দূরে চলে যাওয়া। মাথা ঠান্ডা হলে পরে আসা। যেমনটি রাসূল( সঃ) করতেন। আলী রাঃ করতেন।

(২) ক্ষমার দুয়ার প্রসস্ত করা। অপরের দোষ-ত্রুটি ক্ষমা করা।

(৩) উপকারীর উপকার কখনো না ভুলা। আর অপরের উপকার করা।।

You May Also Like

About the Author: Anuprerona

Read your favourite literature free forever on our blogging platform.