ভয় সমগ্র – হেমেন্দ্রকুমার রায়
হেমেন্দ্রকুমার রায় (প্রকৃত নাম: প্রসাদদাস রায়; ১৮ এপ্রিল ১৮৮৮ – ১৮ এপ্রিল ১৯৬৩) একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে।
হেমেন্দ্রকুমার রায়ের জন্মস্থান কলকাতা। তার পিতার নাম রাধিকাপ্রসাদ রায়।
হেমেন্দ্রকুমার রায় মাত্র চৌদ্দ বছর বয়েসে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। ১৩২২ বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকা নতুনরূপে প্রকাশিত হলে হেমেন্দ্রকুমার এর লেখকগোষ্ঠীতে যোগদান করেন। সাপ্তাহিক নাচঘর (১৩৩১ বঙ্গাব্দ) পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন। এছাড়া মাসিকপত্র রংমশাল প্রভৃতি কয়েকটি পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত ছিলেন।
সূচিপত্র:
- মূর্তি
- ছায়া-কায়া-মায়া
- বাঁদরের পা
- বন্দি আত্মার কাহিনি
- ভূতের রাজা
- খামেনের মমি
- নরকের রাজা
- নসিবের খেলা
- রুদ্রনারায়ণের বাগানবাড়ি
- ডাকবাংলো
- ওলাইতলার বাগানবাড়ি
- অভিশপ্ত মূর্তি
- আয়নার ইতিহাস
- পিশাচ
- রহস্যময় বাড়ি
- পোড়ো মন্দিরের আতঙ্ক
- নবাবগঞ্জের সমাধি
- অদৃশ্যের কীর্তি
- বাদশার সমাধি
- অভিশপ্ত নীলকান্ত
- মিসেস কুমুদিনী চৌধুরী