
উইলিয়াম শেকসপিয়র (/ˈʃeɪkspɪər/; ইংরেজি: William Shakespeare উইলিয়াম্ শেইক্স্পিয়ার্; ব্যাপ্টিজম: ২৩ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬) ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ১৫৪টি সনেট, তিনটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তার নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।
শেকসপিয়রের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে। মাত্র আঠারো বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন। অ্যানির গর্ভে শেকসপিয়রের তিনটি সন্তান হয়েছিল। এঁরা হলেন সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামে দুই যমজ। ১৫৮৫ থেকে ১৫৯২ সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে লন্ডনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। লর্ড চেম্বারলেইন’স ম্যান নামে একটি নাট্যকোম্পানির তিনি ছিলেন সহ-সত্ত্বাধিকারী। এই কোম্পানিটিই পরবর্তীকালে কিং’স মেন নামে পরিচিত হয়। ১৬১৩ সালে তিনি নাট্যজগৎ থেকে সরে আসেন এবং স্ট্র্যাটফোর্ডে ফিরে যান। তিন বছর বাদে সেখানেই তার মৃত্যু হয়েছিল।
উইলিয়াম শেকসপিয়র | শ্রেষ্ঠ রচনা সমগ্র || William Shakespeare Books
সূচিপত্র :
কমেডি
- অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল
- অ্যাজ ইউ লাইক ইট
- আ মিডসামার নাইট’স ড্রিম
- টুয়েলফথ নাইট
- দ্য উইন্টার’স টেল
- দ্য কমেডি অব এররস
- দ্য টু জেন্টেলমেন অব ভেরোনা
- দ্য টেমপেস্ট
- দ্য টেমিং অফ দ্য শ্রু
- দ্য মেরি ওয়াইভস অব উইন্ডসর
- পেরিক্লিস, দ্য প্ৰিন্স অব টায়ার
- মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং
- মার্চেন্ট অব ভেনিস
- মেজার ফর মেজার
- লাভস লেবার লস্ট
- সিমবেলিন
ট্রাজেডি
- কিং লিয়ার
- জুলিয়াস সিজার
- টাইটাস অ্যাড্রোনিকাস
- ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা
- ম্যাকবেথ
- রোমিও অ্যান্ড জুলিয়েট
- হ্যামলেট, প্রিন্স অব ডেনমার্ক