সকল কাঁটা ধন্য করে – হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং প্রভাষক। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।
সূচিপত্র :
- অন্য রকম উৎসব
- আঙুল
- আমরা কোথায় চলেছি?
- আমার বন্ধুরা
- আমার বাবার জুতা
- এই দিন তো দিন নয়
- একদিন চলিয়া যাব
- একালের শবে বরাত
- কচ্ছপের গল্প
- খেলা
- গ্রীন বয়েজ ফুটবল ক্লাব
- ছুনু মিয়া
- ছেলেটা
- জাপানী কৈমাছ
- তিনি
- ধন্য! জন্মেছি এই দেশে
- পোট্রেট
- প্রিয় পশু
- প্রিয় হক ভাই
- ফুটবল ও আমরা
- বাউলা কে বানাইলরে
- ভূতের পা
- মৃত্যু
- লোভ
- শিকড়
- সমুদ্র বিলাস