হাসির গল্প: মতলব চাচার মহাকান্ড

হাসির গল্প: মতলব চাচার মহাকান্ড

মতলব চাচা ছাগল পালেন। একদিন চাচা দুপুরে গোসল করে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। সবে মাত্র ঘুমের ভাব আসছে এমন সময় মতলব চাচার স্ত্রী এসে বলল, এই যে শুনছো তোমার বড় খাসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে মতলব চাচা উঠে দৌড় দিল। বারান্দায় এসে খেয়াল করল লুঙ্গি নাই। সামনেই বারান্দার দেওয়ালে স্বামী স্ত্রীর যোগল ছবি একটি ফ্রেমে বাঁধানো ছিল। সেই ফ্রেমটাই কোমরের কাছে ধরে লজ্জাস্থান ঢেকে বাহিরে দৌড় দিল। যার সাথে দেখা হয় তাকেই বলে “আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন”? “আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন” এ কথা বলছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াদৌড়ির ঝাঁকুনিতে চাচার অগোচরে ফ্রেমের মাঝের কাচ আর ছবি ছুটে পরে গেলে এখন শুধু ফ্রেম ধরে রেখেছেন।

এদিকে চাচা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠেছেন। সেই সাথে প্রথমে বলেছে, আপনারা কি আমার বড় খাসিটি দেখেছেন আর এখন মাঝের শব্দ কমিয়ে শুধু বলছেন, “আপনারা কি দেখেছেন”? এখন চাচা হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে একহাতে খালি ফ্রেম ধরে বলছে “আপনারা কি দেখেছেন”? গ্রামের মহিলারা চাচাকে দেখেই লজ্জায় বাড়ির ভিতরে চলে যাচ্ছে আর বলছে, “চাচা কি দেখাইতেছে”? চাচা এখন আর সামনে কাউকে পাইতেছেন না। যে দেখে সেই আড়ালে চলে যাচ্ছে।

দাদীর বয়সী এক বৃদ্ধ মহিলা লোকাতে পারে নাই। তার কাছে গিয়ে চাচা জিজ্ঞেস করে, “দাদী আপনি কি দেখেছেন”?

দাদী বলল: দেখছি, তোমার দাদা থাকতে এই জীবনে কত দেখেছি, কিন্তু তোমার মত ফ্রেমে বাধানো কখনোই দেখি নি।

You May Also Like

About the Author: Anuprerona

Read your favourite literature free forever on our blogging platform.