Thursday, May 2, 2024
Homeলেখক-রচনারচনা সমগ্রবুদ্ধদেব গুহর ছোট গল্প

বুদ্ধদেব গুহর ছোট গল্প

‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক। এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব-বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছোটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শোনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা। এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ-পরিপার্শ্বের কথা। বুদ্ধদেব গুহ এ-কথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রোজই ঘটে এবং তটরেখার মতো তা মুছেও যায়। সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তোলে সাহিত্য। নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে মিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে বহুমাত্রিক এবং কোনও-না-কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ।

বুদ্ধদেব গুহ গল্প সমগ্র || Buddhadeb Guha Choto Golpo

সূচিপত্র :

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments