বজ্রপাতে নিজেকে নিরাপদ রাখতে সচেতনতা

বজ্রপাতে নিজেকে নিরাপদ রাখতে সচেতন হউন

চলছে বর্ষার মৌসুম আর এ সময় হঠাৎ করেই শুরু হয়ে যায়, ঝড়-বৃষ্টি এবং বজ্রপাত (Thunderstorm) । দেশে বিগত কয়েক বছর থেকে বজ্রপাতে মৃত্যুর ঘটনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এ কথায় বজ্রপাতে নিহতের ঘটনা বেড়ে গেছে। তবে বজ্রপাতে থেকে রক্ষা পেতে আমাদের সাবধান থাকতে হবে।

চলুন জেনে নেয়া যাক- বজ্রপাতের সময় নিজেকে রক্ষা করতে যা যা করবেন-

১. বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক (Thunder Protection) দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

৩. খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।

৪. খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে ৪ মিটার দূরে থাকতে হবে।

৫. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের (Electric cable) নিচে খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

৬.কোনও বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাই এককক্ষে না থেকে আলাদা কক্ষে যান।

৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

Facebook Comment

You May Also Like