Friday, April 19, 2024
Homeকিশোর গল্পকচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প

কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প

শিশুতোষ গল্প: 'কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা'

সেই আদি আমল থেকে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায় টা বেশি শুনেছি।

গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। হয়তো কেও শুনেছি, কেও শুনিনি।

১ম অধ্যায়ঃ
এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়।
প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখল হারার মূল কারণ-
‘খরগোশ এর অতিরিক্ত আত্মবিশ্বাস।’

সারাংশঃ
খরগোশ থেকে পেলাম-
অতি আত্মবিশ্বাস যে কারো জন্য ই ক্ষতিকর।
কচ্ছপ থেকে পেলাম –
লেগে থাকলে সাফল্য আসবেই।

২য় অধ্যায়ঃ
হেরে যাওয়ার পর খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে। কচ্ছপ এতে রাজী ও হয়। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল।
কচ্ছপ ও আস্তে আস্তে দৌড় শেষ করল।

সারাংশঃ
খরগোশ থেকে পেলাম –
দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়।
কচ্ছপ থেকে পেলাম –
ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো।

৩য় অধ্যায়ঃ
কচ্ছপ এবার হেরে যাওয়ার তার একটু মন খারাপ হল।
সে আবারো খরগোশ কে আরেকটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো।
খরগোশ ও নির্দিধায় রাজী হয়ে গেল।
তখন কচ্ছপ বলল, “একই রাস্তায় আমারা ২ বার দৌড় দিয়েছি, এবার অন্য রাস্তায় হোক।”
খরগোশ বলল, “তাই হোক।”
নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু।
যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল।
কচ্ছপ ও তার পিছন পিছন আসতে শুরু করল।
কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারে নি।
কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি পানিপূর্ন খাল আছে।
কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।
আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখল।

সারাংশঃ
খরগোশ থেকে পেলামঃ শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন।
কচ্ছপ থেকে পেলাম-
প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুজে বের করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্পের এখানে শেষ নয়-

চতুর্থ অধ্যায়ঃ
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়।
কচ্ছপ ও রাজী।
কিন্তু এবার তারা ২ জন ঠিক করল, এবার দৌড় তারা ২ জন প্রতিযোগী হিসেবে দিবে না।
এবার তারা দৌড়াবে সহযোগী হিসেবে।
শুরু হল প্রতিযোগিতা।
খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে থামলো।
কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে গেল।
এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হল।
তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল।
এবার ২ জনের ই জয় হল।

সারাংশঃ
স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments