পৌরাণিক গল্প – হরিশংকর জলদাস

পৌরাণিক গল্প - হরিশংকর জলদাস

হরিশংকর জলদাস (জন্ম: ০৩মে, ১৯৫৩) বাংলাদেশের একজন ঔপন্যাসিক। লিখেছেন অনেক উপন্যাস। জেলেদের জীবনের উপর তিনি উচ্চতর গবেষণা করেছেন এবং লিখেছেন একাধিক বই। ২০১১ সালে তিনি সৃজনশীল শাখায় প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

হরিশংকর জলদাসের ‘পৌরাণিক গল্প’ বইয়ে মোট ১৩টি গল্প আছে যেখানে রামায়ণ ও মহাভারতের সাথে বর্তমান সমাজের মিল-অমিল সবকিছুই তিনি তুলে ধরেছেন। এই সংকলনে পৌরানিক গল্পগুলো কেবল পৌরানিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মহাভারতের পাতা ফুঁড়ে উঠে আসা মৎস্যগন্ধ্যা, দ্রৌপদী, কর্ণদের পাশাপাশি এই যুগের সত্যবতী, ব্যাসদেব কিংবা অর্জুনদেরও আমরা দেখতে পাই গুণী লেখকের সুনিপণ কলমের আচড়ে। কিছু গল্প চেনা গল্পগুলোকে অন্যভাবে দেখতে শেখাবে, বুঝতে শেখাবে।

হরিশংকর জলদাস গল্প সমগ্র || Harishankar Jaladas Books

সূচিপত্র :

Facebook Comment

You May Also Like