হাতকাটা তান্ত্রিক – তৌফির হাসান উর রাকিব (সম্পাদিত)
তৌফির হাসান উর রাকিব একজন কথাসাহিত্যিক, কবি এবং অনুবাদক। জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। পেশায় একজন চিকিৎসক।
রহস্যপত্রিকার তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে সাহিত্য অঙ্গনে শুরু হয় তার দৃপ্ত পথচলা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে তার অতিপ্রাকৃত ঘরানার বইগুলো।
সেবা প্রকাশনীতে ২০১৪ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হয় তার ‘ঈশ্বরী’ বইটি। এর পরে মোঃ ফুয়াদ আল ফিদাহ এর সাথে যৌথ ভাবে লিখেন আগাথা ক্রিস্টির ‘সিরিয়াল কিলার’ এবং যৌথ ভাবে আরো দুইটি আগাথা ক্রিস্টির বই ‘পোয়েটিক জাস্টিস’ (২০১৭) ও ‘গেম ওভার’ (২০১৯) প্রকাশিত হয় তার। তিনি অনুবাদ করেন বিখ্যাত লেখক হেনরি রাইডার হ্যাগার্ড এর ‘ডক্টর থার্ন’। তার সম্পাদনায়ে বের হয় বেশ কিছু বই, যার মাথে আছে স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির ‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ার’, কান্তজীউয়ের পিশাচ, দেবী, নিশিডাকিনী, শাঁখিনী, হাতকাটা তান্ত্রিক। কিছু অতিপ্রাকৃত ও হরর গল্পগুচ্ছ নিয়ে বর করেন ‘আপদেবী ’, ‘ট্যাবু’ সহ সব মিলিয়ে ৬টি বই। এছাড়া তৌফির হাসান উর রাকিব ও মারুফ হোসেন যৌথ ভাবে লিখেন এরিক মারিয়া রেমার্ক এর দুটি বই ‘স্পার্ক অভ লাইফ’ ও ‘হেভেন হ্যায নো ফেভারিট’। ওয়েস্টার্ন সিরিজের ২৯০তম বই ‘ডুয়েল’ এর লেখকও তিনি।
সূচিপত্র :
- হাতকাটা তান্ত্রিক – মুহম্মদ আলমগীর তৈমূর
- আছে ও নেই – অরণ্য সরওয়ার
- পিপাসার্ত – তানজীম রহমান
- সাদা চোখ – সোহানা রহমান
- অন্য কিছু – রতন চক্রবর্তী
- নিশি মিয়া – রাজীব চৌধুরী
- নিতল – রুমানা বৈশাখী
- আগমন – নাজনীন রহমান
- পঞ্চবক্র তান্ত্রিক – আফজাল হোসেন
- গোরস্থানের কাছে – নাশমান শরীফ
- ছায়াশরীর – অরুণ কুমার বিশ্বাস
- হরর ক্লাব – প্রিন্স আশরাফ
- জটা পাগল ও জিনের বাদশা – রাকিব হাসান
- শিকার – মিজানুর রহমান কল্লোল
- সেই আংটি – মুহাম্মদ শাহেদুজ্জামান
- বজ্রযোগীর প্রত্যাবর্তন – মুহম্মদ আলমগীর তৈমূর
