
হারবার্ট জর্জ ওয়েলস (২১ সেপ্টেম্বর, ১৮৬৬ – ১৩ অগস্ট, ১৯৪৬) ছিলেন একজন ইংরেজ লেখক। তিনি মূলত তার কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোটো গল্প গুলির জন্য সমধিক পরিচিত। তবে ওয়েলস ছিলেন একজন বহুমুখী লেখক। তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়গুলি নিয়েও বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভের্নের সঙ্গে তাঁকেও ‘কল্পবিজ্ঞানের জনক’ আখ্যা দেওয়া হয়।
ওয়েলস ছিলেন একজন ঘোষিত সমাজবাদী। তিনি শান্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল হলেও, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে, তিনি যুদ্ধকেই সমর্থন করেন। পরবর্তীকালে তার রচনা বিশেষভাবে রাজনৈতিক ও নীতিবাদী চরিত্র লাভ করে।
এইচ জি ওয়েলস | কল্পগল্প সমগ্র || H. G. Wells Books
সূচিপত্র :
- অঘটনবাজ
- অদ্ভুত অর্কিড
- অন্ধ যে দেশে সকলেই
- আত্মার ব্রহ্মাণ্ড পর্যটন
- ইপাইওরনিস আইল্যান্ড রহস্য
- ক্রিস্টাল ডিম
- চোরাই জীবাণু
- জাদু বিপণি
- জীবন্ত স্বপ্ন
- ডেভিডসনের আশ্চর্য চোখ
- দেহ-লুঠেরা
- নিতল নগরী
- পাইক্র্যাফট প্রহেলিকা
- পিপীলিকা-সাম্রাজ্য
- প্রলয়-তারার ধ্বংসলীলা
- প্রস্তরযুগের একটি গল্প
- লোহার কচ্ছপ
- শয়তানের ছবি
- সবুজ গুঁড়ো
- হীরে কারিগর