Sunday, May 12, 2024
Homeআরওজানা-অজানাসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন এবং উত্তর ২০২৩

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন এবং উত্তর ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও উত্তর ২০২৩

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন এবং উত্তর :

✬ মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে।
✬ বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে।
✬ মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।
✬ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী।
✬ কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে।
✬ কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি.।
✬ কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং।
✬ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত।
✬ তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল।
✬ তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
✬ তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সাল।

✬ লালমাই পাহাড় – কুমিল্লা শহর থেকে ৮ কি.মি পশ্চিমে।
✬ লালমাই পাহাড়ের আয়তন – ৩৪ বর্গ কি.মি.।
✬ এই পাহাড়ের উচ্চতা–২১ মিটার।
✬ লালমাই পাহাড়ের মাটি- লালচে, এবং নুড়ি, বালি ও কংকর মিশ্রিত।
✬ বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি – প্রায় ৮০%।
✬ প্লাবন সমভূমির আয়তন – ১,২৪,২৬৬ বর্গ কি.মি.।
✬ প্লাবন সমভূমি – দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ।
✬ উপকূলীয় সমভূমি – নোয়াখালী, ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত।
✬ স্রোতজ সমভূমি – খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ।
✬ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯ম।

✬ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।
✬ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।
✬ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।
✬ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর।
✬ মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলাএবং আম্রকানন।
✬ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর।
✬ মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
✬ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
✬ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
✬ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম
✬ প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ।
✬ অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ।
✬ মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী – এ.এইচ. এম. কামারুজ্জামান।
✬ মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ।
✬ মুজিব নগর সরকারের শপথবাক্য পাঠ করান – অধ্যাপক ইউসুফ আলী
✬ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – কর্ণেল ( অব.) এম.এ. জি ওসমানী।
✬ মুজিব নগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা।
✬ মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছির – ১২ টি।
✬ মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন – বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
✬ বাংলাদেশে কয়টি সামরিক জোনে ভাগ করা হয় – ৪ টি ( ১৯৭১ সাল ১০ এপ্রিল)।
✬ ৪ সামরিক জোনে ছিলেন – ৪ জন সেক্টর কমান্ডার।
✬ ১১ এপ্রিল পুনঃরায় ভাগ করা হয় – ১১ টি সেক্টরে।
✬ মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩ টি।

✬ ৮ম জাতীয় সংসদ নির্বাচন হয় – ২০০৮ সালের ২৯ ডিসেম্বর।
✬ ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল – ৭০%
✬ ৪০ বছরে দারিদ্যের হার কমেছে – ৩০%
✬ ৪ দশকে শিশু মৃত্যু হার কমেছে -প্রতি হাজারে ১৮৫ থেকে ৪৮।
✬ বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রনীত হয় – ২০১০ সালে।
✬ পারিবারিক সংহিংসতা ও সুরক্ষা আইন – ২০১০ সালে প্রণীত হয়।
✬ জাতীয় খাদ্য নীতি – ২০০৬ সালে।
✬ জাতীয় শিশু নীতি প্রণীত হয় – ২০১১ সালে।
✬ জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী শিশু বলে বিবেচিত হবে -১৮ বছরের কম বয়সী সব ব্যক্তি।
✬ বাংলাদেশ পলল গঠিত – আদ্র অঞ্চল।
✬ বাংলাদেশের পাহাড়ী অঞ্চল – উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে।
✬ উঁচু ভুমির অবস্থান – উত্তর পশ্চিমাংশে।
✬ বাংলাদেশের ভূ প্রকৃতি – নিচু ও সমতল।
✬ দক্ষিণ এশিয়ার বড় নদী – ৩ টি( গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা)।
✬ বাংলাদেশের অবস্থান – এশিয়া মহাদেশের দক্ষিণে।
✬ বাংলাদেশের অবস্থান – ২০.৩৪“ উত্তর অক্ষরেখা থেকে ২৬.৩৮” উত্তর অক্ষরেখার মধ্যে।
✬ দ্রাঘিমা রেখা – ৮৮.০১” থেকে ৯২.৪১” পূর্ব দ্রাঘিমা।
✬ বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে – কর্কটক্রান্তি রেখা ( ২৩.৫”)।
✬ বাংলাদেশের উত্তরে – পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম।
✬ পূর্বে – আসাম, ত্রিপুরা, মিজোরাম,মায়ানমার।
✬ দক্ষিণে – বঙ্গোপসাগর।
✬ মোট আয়তন – ১,৪৭,৬১০ কি.মি.।
✬ পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ – বাংলাদেশ।
✬ বাংলাদেশের ভু খন্ড – উত্তর থেকে দক্ষিণে ঢালু।
✬ বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল – এক বিস্তীর্ন সমভূমি।
✬ ভূ প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশ ভাগ করা হয় – ৩ টি শ্রেণীতে।
✬ টারশিয়ারে যুগের পাহাড়সমূহ – মোট ভূমির প্রায় ১২%।

✬ ২০০১ সালে জনসংখ্যা ছিল – ১২.৯৩ কোটি
(২০১৭সালে১৬৩,১৮৭,০০০ জন প্রায়)।
✬ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল – ১.৪৮%।
✬ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭ %।
✬ আদমশুমারি ২০১১ অনুযায়ী জনসংখ্যা – ১৪.৯৭ কোটি (১৪,৯৭,৭২,৩,৬৪জ
ন)।
✬ প্রতি বর্গকিলোমিটারে বাস করে – ১১০৬ জন
✬ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে।
✬ শীত গ্রীষ্মের তারতম্য বেশী – দেশের উত্তরাঞ্চলে।
✬ বর্তমানে মাথাপিছু জমির পরিমান – ০.২৫ একর।
✬ বাংলাদেশের জলবায়ু – ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
✬ বাংলাদেশে শীতকাল- নভেম্বর থেকে ফেব্রুয়ারি।
✬ শীতকালে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ২৯ ডিগ্রী ও ১১ ডিগ্রী সে.।
✬ বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি।
✬ জানুয়ারি মাসের গড় তাপমাত্রা – ১৭.৭ ডিগ্রী সে.।
✬ জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা – দিনাজপুরে ১৬.৬।
✬ বাংলাদেশে গ্রীষ্মকাল – মার্চ থেকে মে মাস
✬ গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ৩৮ এবং ২১ ডিগ্রী সে.।
✬ উষ্ণতম মাস – এপ্রিল মাস।

✬ কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের।
✬ ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল।
✬ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ বা জনযুদ্ধ।
✬ ভারতে শরার্থী ছিল – ১ কোটি।
✬ বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
✬ ১১ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৮ সালে।
✬ ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন।
✬ মুজিবনগর সরকারের অধীনে ” পরিকল্পনা সেল ” গঠন করে – পেশাজীবীরা।
✬ মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারান – প্রায় তিন লক্ষ নারী।
✬ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন – চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিনকর্মীরা।
✬ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় – ৬ ডিসেম্বর১৯৭১।
✬ মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয় – যৌথ কমাণ্ড।
✬ মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল – লন্ডন।
✬ কনসার্ট ফর বাংলাদেশ এর শিল্পী ছিলেন – জর্জ হ্যারিসন।
✬ কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় – যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে ( ৪০০০০ লোক ছিল)।
✬ স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহন করে – ১৯৭১ সালের ২২ ডিসেম্বর।
✬ বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন – ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
✬ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ১১ জানুয়ারি।
✬ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – ১৯৭২ সালের ১০ এপ্রিল।
✬ সংবিধান প্রনয়ণ কমিটির সদস ছিলেন – ৩৪ জন।
✬ সংবিধান কমিটি খসড়া সংবিধান পেশ করেন – ১৯৭২ সালের ১২ অক্টোবর।
✬ সংবিধান গণ পরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।
✬ বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
✬ সংবিধানের মূলনীতি – ৪ টি।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments