Monday, April 29, 2024
Homeআরওজানা-অজানাবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ২০২৩

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও উত্তর ২০২৩

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :

✬ যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো — ১০৫ ডেসিবেল।

✬ International System of Unite কে সংক্ষেপে বলে — S.I পদ্ধতি।

✬ পানির তাপমাত্রা ০° থেকে ৪°এ উন্নীত হলে পানির ঘনত্ব — বাড়বে।

✬ একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা — অপরিবর্তিত থাকবে।

✬ একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে — সমান বা একই হয়।

✬ Electric bill is calculated in — kilowatt hour.

✬ মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন — মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।

✬ “To every action there is an equal and opposite reaction” The theory has given by- — Newton.

✬ হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় — ১৯৮৬ সালে।

✬ তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে বলে — পাতন।

✬ কোন ধাতু পানিতে বাসে — cu

✬ জিংক সালফেটের সংকেত — Znso4

✬ অ্যালুমেনিয়ামের যোজনী — ৪(চার)

আরো পড়ুন…. বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

✬ অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে — তরল কার্বন ডাইঅক্সাইড।

✬ শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ — শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।

✬ ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় — ইলেট্রন।

✬ কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে — ক্যালসিয়াম অক্সালেট।

✬ ফরমালিন হলো ফরমালডিহাইডের — ৪০% জলীয় দ্রবণ।

✬ হীরক উজ্জ্বল দেখায় কারন — আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

✬ পানি জমলে আয়তন — বাড়ে।

✬ N.I.P এর পূর্নরূপ — Normal Temperature & Pressure.

✬ পরম শূন্য তাপমাত্রা সমান — ২৭৩° সেন্টিগ্রেড।

✬ সি এন জি গাড়ী চলে — অটো চক্রে।

✬ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় — ফিকুসেনসী মডুলেশন করে।

✬ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন — বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।

✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

✬ প্লাস্টার অব প্যারিস বলা হয় — দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।

✬ উড পেন্সিলের “সীস” হলো — গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে।

✬ শুষ্ক বরফ বলা হয় — হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।

✬ এসিড বৃষ্টির জন্য দায়ী — সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।

✬ ফ্রেয়ন কার ট্রেড নাম — CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।

✬ কাপড় কাচার সোডা কোনটি — Na2CO3

✬ নোবল গ্যাস নয় — ওজন।

✬ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় — দুধকে।

✬ প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় — মিথেন।

✬ রেস্টিফাইড স্পিরিট হলো — ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি।

✬ গ্যালভানাইজেশন হলো লোহার উপর — দস্তার প্রলেপ।

✬ CNG এর পূর্নরূপ — Compressed Natural Gas.

✬ PCR এর পূর্নরূপ — Polymerase Chain Reaction.

✬ C6H14 এর আইসোমার এর সংখ্যা — ৬ টি।

✬ দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে — হেপারিন।

✬ তরল ধাতু — পারদ।

✬ ভিনেগার — ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ।

✬ মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় — ২৪ বছরে।

✬ যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং — সাদা।

✬ যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে — আইসোটোপ।

✬ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে — আইসোটোন।

✬ প্রোটিন তৈরিতে ব্যবহার হয় — অ্যামাইনো এসিড।

✬ নিউমোনিয়া রোগটি হয় — ফুসফুসে।

✬ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে — ক্রোমোজম।

✬ মানব দেহে বৃদ্ধির জন্য দরকার — আমিষ।

✬ মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে — স্ট্রোক।

✬ সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত — ৪:১:১

✬ ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না — সালোসংশ্লেষণ।

✬ এন্টিবায়োটিক কাজ করে — জীবাণু ধ্বংসে।

✬ দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন — প্রোটিন।

✬ কোনটি দেহকোষ নয় — প্রোটিন।

✬ শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো — দেহের ভারসাম্য রক্ষা করা।

✬ হৃদরোগের প্রধান কারণ — ধুম পান।

✬ কোনটি মৌলও নয় আবার যৌগও নয় — শর্করা।

✬ বাতাসে অক্সিজেনের শতকরা হার কত — ২০.৭১%

✬ কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় — ভাইরাস।

✬ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল — পেয়ারা।

✬ পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় — ব্রাজিলে।

✬ বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি — রাজ কাঁকড়া।

✬ সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো — ইরি-৮ (আট)।

✬ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল — চা।

✬ কৃষির রবি মৌসুম কোনটি — কার্তিক – ফাল্গুন।

✬ বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা — সার হিসেবে ব্যবহার করা হয়।

✬ ওজন স্তরের ফাটল ধরার জন্য মূখ্য দায়ী গ্যাস — ক্লোরোফ্লোরো কার্বন।

✬ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় — সূর্যগ্রহন।

✬ প্রবল জোয়ারের কারন –এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে।

✬ পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো — হাইড্রোজেন বোমা।

✬ একটি এটমে কণিকার সংখ্যা — ৩ টি।

✬ যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন — গ্যালিলিও ১৬১০ সালে।

✬ Longest day — ২১ জুন।

✬ সূর্যের কয়টি গ্রহ — ৮ টি।

✬ গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।

✬ সি.এফ.সি বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতি করে — স্ট্রাটোস্ফেয়ার।

✬ সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত — এইচ 1 এন 1

✬ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ — কম থাকে।

আরো পড়ুন…. বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

✬ “মাশরুম” এক ধরনের — ফাঙ্গাস।

✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

✬ কোষের মস্তিষ্ক বলা হয় — নিউক্লিয়াসকে।

✬ ইস্ট কি — একটি ছত্রাক।

✬ মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত — ব্যাক্টোরিয়ায়।

✬ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের বলে — ব্যাকটেরিওফাজ।

✬ বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব — বেশী।

✬ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস — শ্বসন।

✬ নবায়নযোগ্য জ্বালানি কোনটি — পরমাণু শক্তি।

✬ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় — চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

✬ সুনামির কারন হলো — সমুদ্রের তলদেশে ভূমিকম্প।

✬ হাড় ও দাঁতকে মজুত করে — ক্যালসিয়াম ও ফসফরাস।

✬ অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো — গ্লাইকোজেন।

✬ রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি — সেরিকালচার।

✬ কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে — হার্টিকালচার (Horticulture)

✬ খর পানিতে উত্তম ফেনা দেয় — ডিটারজেন্ট।

✬ লেড অ্যাসিটেড যে রোগের ওষুধ — চর্মরোগ।

✬ “গো বসন্ত” রোগ যে ভাইরাসে আক্রান্ত হয় — ভ্যাক্সিনিয়া ভাইরাস।

✬ আলোর উৎপত্তির কারন — পরমাণুর ইলেকট্রন।

✬ সবচেয়ে সক্রিয় অধাতু — ফ্লোরিন (F)

✬ অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ — অপরিবাহী।

✬ বিদ্যুৎ বিলের হিসাব করা হয় — কিলোওয়াট ঘন্টা।

✬ পেটা লোহা হলো — নরম।

✬ আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে — ৯৫ – ৯৯%

✬ উষ্ণ ও শীতল স্রোতের মিলনে — কুয়াশা ও ঝড় হয়।

✬ সমুদ্র স্রোতের অন্যতম কারন — বায়ু প্রবাহের প্রভাব।

✬ গ্লোবাল ওয়ারর্মিং এর জন্য দায়ী — co2

✬ প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি — Co2

✬প্রশ্ন: কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ?
উত্তর: লিথিয়াম।

✬প্রশ্ন: জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে কি গঠিত হয় ?
উত্তর: কালো সোনা।

✬প্রশ্ন: “অ্যাকোয়া রিজিয়া” বলতে কি বুঝায় ?
উত্তর: কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রন।

✬প্রশ্ন: হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুঁলানোকে বলে ?
উত্তর: এনজিও প্লাস্ট।

✬প্রশ্ন: রক্তে লোহিত কনিকার কাজ কি ?
উত্তর: অক্সিজেন বহন করা।

✬প্রশ্ন: কোন রক্তের গ্রুপকে ” সর্বজনীন দাতা” universal donor বলা হয় ?
উত্তর: গ্রুপ O

✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।

✬প্রশ্ন: বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় ?
উত্তর: গ্রোথ হরমন।

✬প্রশ্ন: কোন শিলার মধ্যে ভাঁজ (Fold) ভালো দেখায় ?
উত্তর: পাললিক শিলা।

✬প্রশ্ন: নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয় ?
উত্তর: বিষুব রেখা।

✬প্রশ্ন: শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে ?
উত্তর: নাইট্রোজেন।

✬প্রশ্ন: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ?
উত্তর: ঘোড়া।

✬প্রশ্ন: ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য ?
উত্তর: মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।

✬প্রশ্ন: মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি ?
উত্তর: ত্বক।

✬প্রশ্ন: কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে ?
উত্তর: খেসারি।

✬প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি ?
উত্তর: গরুর মাংস।

✬প্রশ্ন: বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
উত্তর: 5টি ।

✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে ?
উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

✬প্রশ্ন: আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য ?
উত্তর: সাগরে।

✬প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তর: ইউরিয়া।

✬প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয় ?
উত্তর: ব্রোঞ্জ।

✬প্রশ্ন: গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন ?
উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

✬প্রশ্ন: কাচ কি দিয়ে তৈরি ?
উত্তর: Si02, যার অন্য নাম সিলিকা ।

✬প্রশ্ন: লাফিং গ্যাস কি ?
উত্তর: No2

✬প্রশ্ন: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী ?
উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।

✬প্রশ্ন: কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন ?
উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য।

✬প্রশ্ন: এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে ?
উত্তর: শ্বেত কনিকা।

✬প্রশ্ন: তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
উত্তর: ভিটামিন সি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
উত্তর: ডঃ আবদুল্লাহ আল মুতী।

✬প্রশ্ন: ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি ?
উত্তর: ডলি।

✬প্রশ্ন: ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর: গলা।

✬প্রশ্ন: যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে ?
উত্তর: বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

✬প্রশ্ন: উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি ?
উত্তর: 9 টি।

✬প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
উত্তর: সাভারে।

✬প্রশ্ন: কোনটি থেকে CFC নির্গত হয় না ?
উত্তর: কাগজের মিল।

✬প্রশ্ন: কোথায় দিন রাত্রি সমান ?
উত্তর: নিরক্ষরেখায়।

✬প্রশ্ন: কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন ?
উত্তর: ইউরি গ্যাগারিন।

✬প্রশ্ন: মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন ?
উত্তর: 1969, 21 জুলাই।

✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল, নীল, সবুজ।

✬প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ফুলকার সাহায্যে।

✬প্রশ্ন: কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হয় ?
উত্তর: ক্রোমোপ্লাস্ট।

✬প্রশ্ন: সুনামি এর প্রধান কারণ কি ?
উত্তর: সমুদ্র তলদেশে ভূমিকম্প।

✬প্রশ্ন: বর্ণালী ও শুভ্রা কি ?
উত্তর: উন্নত জাতের ভুট্টা।

✬প্রশ্ন: রূপালী ও ডেলফোজ কি ?
উত্তর: উন্নত জাতের তুলা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় ?
উত্তর: 1957 সালে।

✬প্রশ্ন: পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় ?
উত্তর: 13 লক্ষ গূন।

✬প্রশ্ন: ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।

✬প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত ?
উত্তর: শূন্য।

✬প্রশ্ন: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।

✬প্রশ্ন: মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।

✬প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।

✬প্রশ্ন: জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: পানির সেচ।

✬প্রশ্ন: অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি ?
উত্তর: ইথিলিন।

✬প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।

✬প্রশ্ন: সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ?
উত্তর: ডাব।

✬প্রশ্ন: মানবদেহে কতটি হাড় আছে ?
উত্তর: 206 টি।

✬প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
উত্তর: ক্যালসিয়াম।

✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উত্তর: নাইট্রোজেন।

✬প্রশ্ন: কোনটি ম্যানগ্রোভ বন ?
উত্তর: সুন্দরবন।

✬প্রশ্ন: গ্যালিলিও কি ?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

✬প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় ?
উত্তর: অ্যাসবেসটস।

✬প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

✬প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।

✬প্রশ্ন: কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?
উত্তর: রাইবোজোম।

✬প্রশ্ন: গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ?
উত্তর: স্থির মনে হবে।

✬প্রশ্ন: কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?
উত্তর: সামুদ্রিক কচ্ছপ।
✬প্রশ্ন: কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার।

✬প্রশ্ন: কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ?
উত্তর: ভিটামিন A ও D

✬প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?
উত্তর: ৮ মিনিট ৩২ সেকেন্ড পর।

✬প্রশ্ন: মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ?
উত্তর: এটিপি কমে যাওয়া।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ?
উত্তর: তিমি।

✬প্রশ্ন: যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ?
উত্তর: কোপ্রোফ্যাগি।

✬প্রশ্ন: কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ?
উত্তর: প্যারাথিয়ন।

✬প্রশ্ন: মৌমাছি গড়ে কতদিন বাঁচে ?
উত্তর: ৫০ থেকে ৬০ দিন।

✬প্রশ্ন: মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ?
উত্তর: ৪০ থেকে ৪৫ বছর বয়সে।

✬প্রশ্ন: কোন ভিটামিনকে বায়োটিন বলে ?
উত্তর: ভিটামিন H /ভিটামিন B7

✬প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K

✬প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর: ভেগাস।

✬প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

✬প্রশ্ন: বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
উত্তর: কমে।

✬প্রশ্ন: রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কেন?
উত্তর: কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

✬প্রশ্ন: গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তর: পাকস্থলী।

✬প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
উত্তর: ভিটামিন- B2

✬প্রশ্ন: মানুষের রক্তের PH কত?
উত্তর: 7.4

✬প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উত্তর: আড্রিনালিন।

✬প্রশ্ন: লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?
উত্তর: ২৪ টি ভাগে।

✬প্রশ্ন: প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উত্তর: বেন্থাম ও হুকার।

✬প্রশ্ন: পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?
উত্তর: প্লাস্টিড।

✬প্রশ্ন: পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে?
উত্তর: 100°C

✬প্রশ্ন: সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?
উত্তর: অ্যানাবিনা, নস্টক।

✬প্রশ্ন: দেহে আমিষের কাজ কি?
উত্তর: দেহ কোষ গঠনে সহায়তা করে।

✬প্রশ্ন: মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন A

✬প্রশ্ন: কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’ ?
উত্তর: সীসা।

✬প্রশ্ন: কোন প্রানী মেরুদন্ডহীন প্রানী?
উত্তর: কেচো।

✬প্রশ্ন: ‘পিউটার’ ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?
উত্তর: ৫০% সীসা ও ৫০% টিন।

✬প্রশ্ন: তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ?
উত্তর: নিচে।

✬প্রশ্ন: জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর: লিভার।

✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?
উত্তর: ওজোন।

✬প্রশ্ন: কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়?
উত্তর: এইডস্।

✬প্রশ্ন: ‘সোরেল সিমেন্ট’ কি কাজে ব্যাবহার করা হয় ?
উত্তর: দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়।

✬প্রশ্ন: স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?
উত্তর: ইস্পাত।

✬প্রশ্ন: যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সাইট্রিক অ্যাসিড।

✬প্রশ্ন: কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
উত্তর: স্কার্ভি।

✬প্রশ্ন: ‘টায়ালিন’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?
উত্তর: শ্বেতসার।

✬প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু?
উত্তর: প্লাটিনাম।

✬প্রশ্ন: মহাশূন্যে প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠিয়েছে?
উত্তর: রাশিয়া।

✬প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?
উত্তর: এনামেল।

✬প্রশ্ন: কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
উত্তর: তারা মাছ ।

✬প্রশ্ন: ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তর: রজার ডেভিড কর্ণবার্গ ।

✬প্রশ্ন: কোন জৈববস্তর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয়?
উত্তর: কার্বন মনোঅক্সাইড।

✬প্রশ্ন: ভিনিগার কিসের জলীয় দ্রবন ?
উত্তর: অ্যাসেটিক অ্যাসিড ।

✬প্রশ্ন: লিট্মাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে ?
উত্তর: লাল রঙকে।

✬প্রশ্ন: কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
উত্তর: প্লাকইড (Placoid)।

✬প্রশ্ন: কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তর: পেশি কোষে।

✬প্রশ্ন: তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
উত্তর: ট্রাইটিয়াম।

✬প্রশ্ন: পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?
উত্তর: পুসা বিন।

✬প্রশ্ন: কোন ভিটামিন কে বায়োটিন বলে?
উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7

✬প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবণীয়?
উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

✬প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?
উত্তর: ১২ অনু।

✬প্রশ্ন: সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
উত্তর: প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ – ২৫০ মিলিগ্রাম ।

✬প্রশ্ন: দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উত্তর: ইডেমা।

✬প্রশ্ন: Heart of heart কাকে বলে?
উত্তর: হিজ এর বান্ডিল কে।

✬প্রশ্ন: হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা?
উত্তর: বাম নিলয়।

✬প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উত্তর: রট আয়রন।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?
উত্তর: উট।

✬প্রশ্ন: আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উত্তর: বাদুড়।

✬প্রশ্ন: বয়েলের সূত্রের একক কি কি?
উত্তর: উষ্ণতা ও ভর।

✬প্রশ্ন: এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উত্তর: ৬০৮০ ফুট।

✬প্রশ্ন: প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ শব্দ টির অর্থ কি?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।

✬প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর: শূন্য।

✬প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উত্তর: রট আয়রন।

✬প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?
উত্তর: সোডিয়াম।

✬প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?
উত্তর: সোডিয়াম।

✬প্রশ্ন: ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উত্তর: স্থিতি শক্তি।

✬প্রশ্ন: জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তর: অতি বেগুণী রশ্মি।

✬প্রশ্ন: পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন?
উত্তর: কারন মধ্যাকর্ষণ শক্তির জন্য।

✬প্রশ্ন: পদার্থের ক্ষুদ্রতমা কণা কী বলে?
উত্তর: অণু।

✬প্রশ্ন: গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

✬প্রশ্ন: জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় তাকে কিবলে?
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ ।

✬প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রে নাম কী?
উত্তর: ট্যাকোমিটার।

✬প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর: সিসমোগ্রাফ।

✬প্রশ্ন: রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর: গামা রশ্মি।

✬প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ফ্যাদোমিটার।

✬প্রশ্ন: আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: অক্সালিক অ্যাসিড।

✬প্রশ্ন: টুথপেষ্টের প্রধান উপাদান কী?
উত্তর: সাবান ও পাউডার।

✬প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন কি?
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।

✬প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন ?
উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।

✬প্রশ্ন: লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে কী বলে?
উত্তর: গ্যালভানাইজিং।

✬প্রশ্ন: বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরী হয়?
উত্তর: টাংস্টেন দিয়ে।

✬প্রশ্ন: কে ডিনামাইট আবিস্কার করেন?
উত্তর: আলফ্রেড নোবেল।

✬প্রশ্ন: পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে কীবলে?
উত্তর: অভিকর্ষ বল।

✬প্রশ্ন: এক্সরে এর একক কী?
উত্তর: রনজেন।

✬প্রশ্ন: কে গতির সূত্র আবিস্কার করেন?
উত্তর: নিউটন।

✬প্রশ্ন: নিউটনের গতি সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

✬প্রশ্ন: বস্তুর কম্পনের মাধ্যমে কী উৎপন্ন হয়?
উত্তর: শব্দ।

✬প্রশ্ন: উড পেন্সিলের সিস কী দিয়ে তৈরি হয়?
উত্তর: গ্রাফাইট দিয়ে।

✬প্রশ্ন: কে কম্পিউটার আবিষ্কার করেন?
উত্তর: হাওয়ার্ড এইকিন।

✬প্রশ্ন: কে আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন?
উত্তর: আলবার্ট আইনস্টাইন ।

✬প্রশ্ন: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির কৃত্রিম উপগ্রহটির নাম কী?।
উত্তর: গ্যালিলিও।

✬প্রশ্ন: চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
উত্তর: কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই।

✬প্রশ্ন: কোন রেখায় দিনরাত্রি সর্বত্র সমান?
উত্তর: নিরক্ষরেখায়।

✬প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন ‘K’।

✬প্রশ্ন: শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর: অডিও মিটার।

✬প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়?
উত্তর: কঠিন মাধ্যমে।

✬প্রশ্ন: কে উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন?
উত্তর: আলফ্রেড নোবেল।

✬প্রশ্ন: ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: পেরিস্কোপ ।

✬প্রশ্ন: ব্যাটারি হতে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়?
উত্তর: ডিসি কারেন্ট ।

✬প্রশ্ন: শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে কোন বিমান?
উত্তর: সুপারসনিক বিমান ।

✬প্রশ্ন: সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।

✬প্রশ্ন: কে রেডিয়াম আবিস্কার করেন?
উত্তর: মাদাম কুরি।

✬প্রশ্ন: কে প্লবতা সূত্র আবিস্কার করেন?
উত্তর: আর্কিমিডিস।

✬প্রশ্ন: পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে কীবলে?
উত্তর: ফিউশন বিক্রিয়া ।

✬প্রশ্ন: নিউটনের বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”।

✬প্রশ্ন: মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বলকে কী বলা হয়?
উত্তর: মহাকর্ষ বল ।

✬প্রশ্ন: পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বলকে কী বলা হয়?
উত্তর: অভিকর্ষ বল ।

✬প্রশ্ন: পৃথিবীর মুক্তিবেগ কত?
উত্তর: ১১.২ কি.মি./সে. ।

✬প্রশ্ন: মঙ্গল গ্রহের মুক্তি বেগ কত?
উত্তর: ৫.১ কি.মি./সে.।

✬প্রশ্ন: টানা তারের সূত্র কয়টি?
উত্তর: তিনটি।

✬প্রশ্ন: শুন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তর: শুন্য ।

✬প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি কত?
উত্তর: ৩৩২ মি./সে. ।

✬প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি কত?
উত্তর: ১৪৫০ মি./সে. ।

✬প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি কত?
উত্তর: ৫২২১ মি./সে. ।

✬প্রশ্ন: পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর: অ্যালুমিনিয়াম।

✬প্রশ্ন: আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে?
উত্তর: অক্সিজেন ও গ্লুকোজ।

✬প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর: মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।

✬প্রশ্ন: কচুশাক বিশেষভাবে মূল্যবান কী উপাদানের জন্য?
উত্তর: লৌহ।

✬প্রশ্ন: কার্বুরেটর থাকে কোন ইঞ্জিনে?
উত্তর: পেট্রোল ইঞ্জিনে।

✬প্রশ্ন: ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নামকী?
উত্তর: ডলি।

✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তর: টাংষ্টেন।

✬প্রশ্ন: কে দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন?
উত্তর: গ্যালিলিও ।

✬প্রশ্ন: আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সালিক অ্যাসিড।

✬প্রশ্ন: শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে?
উত্তর: বায়বীয় মাধ্যমে।

✬প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রেরিত নভোযানটির নাম কী?
উত্তর: ভাইকিং।

✬প্রশ্ন: মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
উত্তর: মেলানিন ।

✬প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: টারটারিক অ্যাসিড ।

✬প্রশ্ন: কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উত্তর: ইনসুলিন।

✬প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর: সিলভারের।

✬প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে কত সালে?
উত্তর: ১৯৮১ সালে।

✬প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর: লাল করে।

✬প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর: চার্লস ব্যাবেজ।

✬প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তর: পেপসিন।

✬প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
উত্তর: প্লীহা।

✬প্রশ্ন: ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ?
উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

✬প্রশ্ন: “এক্স-রে রশ্মি” কে আবিষ্কার করেন ?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন।

✬প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?
উত্তর: রেইন গেজ।

✬প্রশ্ন: বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?
উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

✬প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস।

✬প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?
উত্তর: লাল।

✬প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর: পরিবহন পদ্ধতিতে।

✬প্রশ্ন: দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?
উত্তর: ইডেমা।

✬প্রশ্ন: হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?
উত্তর: বাম নিলয়।

✬প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।

✬প্রশ্ন: লুনার কস্টিক আসলে কি ?
উত্তর: সিল্ভার নাইট্রেট।

✬প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর: এসকরবিক অ্যাসিড

✬প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তর: অ্যাড্রেনালিন।

✬প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
উত্তর: লিগামেন্ট।

✬প্রশ্ন: নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ?
উত্তর: ২n

✬প্রশ্ন: গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তর: ক্লোরোপ্লাস্টে।

✬প্রশ্ন: “Heart of Heart” কাকে বলে ?
উত্তর: হিজ-এর বান্ডিল।

✬প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা বাড়ে নাকি কমে?
উত্তর: বাড়ে।

✬প্রশ্ন: ব্রঙ্কাইটিস কিসের রোগ ?
উত্তর: শ্বাসনালীর রোগ।

✬প্রশ্ন: জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উত্তর: জিওলাইট।

✬প্রশ্ন: উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?
উত্তর: প্রস্বেদন।

✬প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ?
উত্তর: ১২ অনু।

✬প্রশ্ন: হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?
উত্তর: ৭ জোড়া।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?
উত্তর: উট।

✬প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর: হাওয়ার্ড এইকিন।

✬প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন ?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।

✬প্রশ্ন: বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?
উত্তর: ১২০০মিলিলিটার।

✬প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?
উত্তর: ক্যাফেইন।

✬প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?
উত্তর: ডিওডিনাম।

✬প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর: ৩ টি।

✬প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর: ব্রোমিন।

✬প্রশ্ন: স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?
উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

✬প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর: বালি।

✬প্রশ্ন: পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
উত্তর: ভিটামিন বি ১২।

✬প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?
উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

✬প্রশ্ন: কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর: ইন্টারফেরণ প্রয়োগ।

✬প্রশ্ন: ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তর: সিনকোনা।

✬প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তর: করপিক্রিন।

✬প্রশ্ন: ব্যাঙের শীতঘুমকে কি বলে ?
উত্তর: হাইবারনেশান।

✬প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তর: উইলিয়াম গে ওয়ালটার।

✬প্রশ্ন: গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তর: পাকস্থলী।

✬প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তর: গরুর।

✬প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর: ত্বকের

✬প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?
উত্তর: এনামেল।

✬প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?
উত্তর: গ্রাফাইট।

✬প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর: লাইগেজ।

✬প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর: AB গ্রুপ কে।

✬প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর: তামা।

✬প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর: কালো।

✬প্রশ্ন: ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?
উত্তর: লাইসোজম।

✬প্রশ্ন: কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর: বেটসন ( ১৯০৮ সালে।)

✬প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর: 0 গ্রুপ।

✬প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর: প্লাটিপাস।

✬প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর: শুশুক।

✬প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর: পরমানুর প্রোটন সংখ্যা।

✬প্রশ্ন: কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?
উত্তর: পিটুইটারি গ্রন্থি।

✬প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর: পুরুষ।

✬প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর: কঠিন মাধ্যমে।

✬প্রশ্ন: কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তর: থ্রম্বোকাইনেজ।

✬প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবনীয় ?
উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

✬প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর: পারদ।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments