পন্ডিত সক্রেটিসের একটি মজার ঘটনা

socrates and wife
প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসকে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তাঁকে মনে করা হয়। তাঁকে নিয়ে বিখ্যাত কিছু গল্প আছে। এর মধ্যে অন্যতম একটি গল্প তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া মজার একটি ঘটনা।

সক্রেটিস ছিলেন অর্থ বিত্ত মোহহীন একজন সাদামাটা মানুষ। সংসারের প্রতি কিছুটা উদাসীন।

একদিন ঘরে বসে একাগ্রচিত্তে একটি বই পড়ছেন তা দেখে উনার স্ত্রী জ্যানথিপি রেগে গিয়ে ভিষণ বকাঝকা শুরু করে দিল অবস্থা বেগতিক দেখে সক্রেটিস এবার ঘর ছেড়ে বাহিরে বসে বই পড়তে লাগল এ দেখে তার স্ত্রী রেগে গেল আরও বেশি তারপর এক বালতি পানি নিয়ে সক্রেটিসের মাথায় দিল ঢেলে বিপর্যস্থ সক্রেটিস একগাল হেসে বললেন “আমি আগেই বুঝেছিলাম, আকাশে যখন এত মেঘ গর্জেছে একপশলা বৃষ্টিত হবেই” একথা শুনে জ্যানথিপিও হেসে দিলেন। রাগ ক্ষোভ ভুলে অবশেষে ভালবাসায় একাকার হয়ে গেল দুজন।

শিক্ষাঃ জ্ঞানীরা সব পরিস্থিতি শান্ত মনে মোকাবেলা করে সুন্দর পরিবেশ তৈরি করে।

You May Also Like

About the Author: Anuprerona

Read your favourite literature free forever on our blogging platform.