
মানবেন্দ্র পাল | Manabendra Pal Biography
কথাসাহিত্যিক মানবেন্দ্র পাল (১৯২৬ – ২০১১) একদা যুগান্তর ও অন্যান্য পত্রিকায় একের পর এক অবিস্মরণীয় গল্প লিখে পাঠকদের মুগ্ধ করেছিলেন।
আসলে এমন কোনো পত্রিকা নেই বোধহয় যেখানে তিনি লেখেননি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যাও নিতান্ত কম নয়। কর্মজীবনে তিনি ছিলেন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেকটর। নবকল্লোল পত্রিকায় নিয়মিত লিখতে লিখতে শুকতারা পত্রিকাতে শিশুদের জন্য অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। প্রায় পঁচিশ বছর ধরে সাহিত্য চর্চা করেছেন মানবেন্দ্র পাল। তাঁর অতিলৌকিক ভৌতিক গল্প শিশু ও প্রাপ্তবয়স্কদের ভেতর জনপ্রিয় ছিল।
লেখকের প্রকাশিত উল্লেখযোগ্য বই, ভৌতিক অমনিবাস (১ম ও ২য় খন্ড), জীবন্ত কঙ্কাল, আতঙ্ক , অশরীরী আতঙ্ক ,বাপ্পার এডভেঞ্চার, নিষেধ, আতঙ্ক যখন হিলিতে ।
Facebook Comment