নূতন বৌ, হাঁড়ি ঢাক, শেয়াল পণ্ডিত ডাকে,-
চিঁ চিঁ চিঁ কিচির মিচির ঝুলির ভিতর থাকে।
পড়ুয়াদের পড়ায় কোথায় কাঁপে শটীর বন,
সাতটি ছেলে কুমীর দিল করে’ সমর্পণ?
তালগাছেতে ড্যাড্যাং ড্যাড্যাং কোথায় হল-বাঃ!
টিকি নাড়ে বুড়ো বামুন, খেতে গেল পিটে,
খ্যাংরা দিয়ে বাম্নী কোথায় মিঠে দিল পিঠে?
রাগে বামুন গেল কোথায়, এলো কবে আর?
কেমন করে’ হল রে বা’র রাজকন্যার হার!
কাঠুরে-বউ ব্রত নিয়ম কেমন শশা খেল?
কোল-জোড়া ধন মাণিক রত্ন কেমন ছেলে পেল?
ব্যাঙ্ ঘ্যাঙ্ঘ্যাঙ্ কামার বুড়ো কাঁপে থর্ থর্-
রাজকন্যা চোখ-বিন্ধুলীর কেমন এল বর!
কোথায় এত থলের ভিতর চিঁচিঁ মিঁচিঁ রব?-
কোথায় এত থলের ভিতর চিঁচিঁ মিঁচিঁ রব?-
‘চ্যাং-ব্যাং’-এর বাসার মাঝে লুকিয়ে ছিল সব!
Facebook Comment