
সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;কালাে চোখ মেলে ঐ নীলিমা দেখেছ;গ্রীক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়ােজনশুনেছ ফেনিল শব্দে তিলােত্তমা নগরীর গায়েকী চেয়েছে? কী পেয়েছে?—গিয়েছে হারায়ে। বয়স বেড়েছে…

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরেঅনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতেসেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে…