সারাজীবন তিনি ছিলেন ধাঁধার মতো। মৃত্যুর পরও রেখে গেছেন অনেক ধাঁধা। দর্শন বিষয়ে কোনো বইও লিখে যাননি। তবু তিনি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তিদের একজন। যাদের দ্বারা পৃথিবী বদলে গেছে সেই মহামানবদের…