
মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল।
আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ব্রিফিং এ এই সিদ্ধান্তের কথা জানান।
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে ২৫ এপ্রিল শনিবার। তবে দেশে করোনার যে পরিস্থিতি তাতে ২৬ এপ্রিল থেকে সবকিছু সচল হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। এজন্য আরও ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।
কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এর পর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এর পর আবারও তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
পরিস্থিতি বিবেচনায় এর পরও ছুটি বাড়ানো হতে পারে। কেউ কেউ এ-ও বলছেন, দেশ স্থবির হয়ে গেছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তবু ছুটি বাড়বে। কারণ মানুষকে বাঁচানোই সরকারের প্রথম চ্যালেঞ্জ। প্রয়োজনে ঈদুল ফিতর পর্যন্ত বাড়তে পারে সাধারণ ছুটি।