নীলাঞ্জনা – শেখ ইসতিয়াক

নীলাঞ্জনা - বাংলা লিরিক্স

গানঃ নীলাঞ্জনা
সুর ও কন্ঠঃ শেখ ইসতিয়াক

নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।
নীলাঞ্জনা।।
বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আধারে খূজেছি তোমায়,
কত গুলো ফাগুন গিয়েছে ফিরে
আশা গুলো কেদেছে তোমার তরে।

আজ সব ব্যাথা ভুলে যাব
চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি;
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা।।

বহুদিন পরে এসেছে মধুমাস
তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,
মেঘে ডানায় রূপে সোনারই ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নীলিমা
সেই সুখে চোখে নিয়ে আমায় সুখী করনা,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।।

Facebook Comment

You May Also Like