Wednesday, April 24, 2024
Homeআরওলাইফস্টাইলঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার বানানাের নিয়ম

ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার বানানাের নিয়ম

ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার বানানাের নিয়ম
Hand Sanitizer


১ লিটার হ্যান্ড স্যানিটাইজার বানাতে খরচ মাত্র ৬ টাকা ।

উপকরণ সমূহ:

ক ) ৭৩৮ মিলি , সাদা স্পিরিট ।
( যা সার্জিক্যাল দোকানে , মেডিসিন দোকানে পাওয়া যায় ) ।
খ ) ১০ মিলি , গ্লিসারিন ।
( যা বাজারে কসমেটিক দোকানে পাওয়া যায় , মেডিসিন দোকানেও পাওয়া যায় )
গ ) ৫ মিলি , লেমন ফ্লেভার বা পছন্দ মত পারফিউম। ( যা কসমেটিক দোকানে পাওয়া যায় । পারফিউম টা ব্যাবহার না করলেও চলবে )
ঘ ) ২৪৭ মিলি , ডিষ্টিল ওয়াটার বা জীবানু মুক্ত পানি।
( যা বাজারে, মেডিসিনের দোকানে এবং সার্জিক্যাল দোকানে ডিষ্টিল ওয়াটার নামে পাওয়া যায় ) ।
এই ৪ টি উপাদান একসাথে মিশিয়ে দিয়ে হয়ে গেলো ১ লিটার সহজ হ্যান্ড স্যানিটাইজার ।
আপনারা বেশি বানাতে চাইলে সমানুপাতিক হারে বাড়িয়ে দিলেই হয়ে যাবে ।

বি: দ্র: উক্ত পদ্ধতি টা আইসিডিডিআরবি ফর্মুলা হিসাবে স্বীকৃত ।

Anuprerona
Anupreronahttps://www.anuperona.com
Read your favourite literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments